❤️ প্রেমের টানে চায়না থেকে বিরলে ❤️
চলছে বিয়ের প্রস্তুতি || Biroler Sangbad
প্রেমের টানে চায়না থেকে বিরলে
চলছে বিয়ের প্রস্তুতি || Biroler Sangbad

প্রেমের টানে সুদূর চীন থেকে বিরলে ছুটে এসেছেন ইয়ং সং সং (২৬) নামের এক যুবক। ভার্চুয়ালে পরিচয়-বন্ধুত্ব! এবার সম্পর্ক পরিণতি পাচ্ছে বিয়েতে, চলছে প্রস্তুতি!
আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিরল উপজেলার ১০নং রাণীপুকুর ইউপি’র কাজিপাড়া শিমুলতলা গ্রামে। প্রায় ১ বছর আগে ওই গ্রামের অটোচালক নুর হোসেন বাবুর মেয়ে সুরভী আক্তার (১৯) এর সাথে ভার্চুয়াল হ্যালো ট্যাক অ্যাপসের মাধ্যমে তাদের দু’জনের পরিচয় হয়।
খবরটি ছড়িয়ে পড়ার পর প্রেমিক চীনা যুবক কে এক নজর দেখার জন্য প্রেমিকার বাড়িদে শত শত উৎসুক জনতা ভিড় করছে।