নিউটনের সূত্র ভুল - পঞ্চগড়ের বিজ্ঞানী
![]() |
ছবি- বাংলাদেশ প্রতিদিন |
নিউটনের সূত্র কে ভুল প্রমাণিত করলেন পঞ্চগরের বিজ্ঞানী আফসার আলী। তিনি পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার একজন বাসিন্দা।
এই বিজ্ঞানীর মতে, নিউটনের প্রথম সূত্র আংশিক সঠিক হলেও এতে কিছু অপূর্ণতা রয়েছে। নিউটনের দ্বিতীয় ও তৃতীয় সূত্র কেউ তিনি পুরোপুরি ভুল বলেননি তবে তৃতীয় সূত্রে ক্ষেত্রে তিনি তার মত করে নতুনত্ব সংযোজন করেছেন।
তিনি আরো বলেছেন, নিউটনের সূত্র মূলত পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে অর্থাৎ মহাশূন্যে আংশিক কার্যকরী হলেও পৃথিবীপৃষ্ঠে এই সূত্রের কার্যকারিতা প্রমাণের জন্য বাষ্পীয় চাপ প্রয়োজন।